পদ্মাপারের রুটি আর আড্ডায় সেতুমন্ত্রীর এক সকাল

Slider জাতীয়

0836494f5592eafcc0a151c464d691a6-Kader-2

রাজশাহী; শনিবার সকাল সাড়ে ছয়টা। রাজশাহী নগরের শ্রীরামপুর পদ্মার পার। শহররক্ষা বাঁধের ওপর দোকান বিছিয়ে সবে কালাই-রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে উপস্থিত মন্ত্রী! তিনি দোকানে এসে বসলেন, গরম গরম কালাই রুটি খেলেন। সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতে উঠলেন সাধারণ মানুষের সঙ্গে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই দিনের রাজশাহী সফরের দ্বিতীয় দিন সকালটা ছিল এমনই।

শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন মন্ত্রী। তিনি সাধারণ মানুষের সঙ্গে আড্ডা দেন, শোনেন তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা। পরে কালাই রুটি খাওয়ার ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও একজন মন্ত্রীর এমন আচরণ মুগ্ধ করেছে রাজশাহীবাসীকে।


পরে শনিবার বেলা ১১টায় রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘এই সিকিউরিটি বলে মানুষের সঙ্গে মিশব না, এটা হতে পারে না। আজ সকালে কালাই রুটি খেতে গিয়েছিলাম। তো এক লোক এসে আমাকে বলল, আপনাকে আমি দেখলাম যে ভোরবেলা উঠে এখানে এসেছেন, হাঁটছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, কালাই রুটি খাচ্ছেন। আরেকজন পলিটিশিয়ানরে তো সকালবেলা দেখি না। নেতারা তো সকালবেলা ঘুম থেকেই ওঠে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘সকালবেলা ফোন করে শেখ হাসিনাকে পাই, নেতাদের পাই না, পাই না, পাই না। সকালবেলা উঠতে হবে। সকালবেলা উঠলে দেখবেন অনেক কাজ করা যায়।’ তিনি আরও বলেন, ‘আগে আমি বলতাম আমার মায়াবী শহর চট্টগ্রাম। এখন আমি বলি আমার মায়াবী শহর রাজশাহী।’ তিনি বলেন, ‘আবার রাজশাহী আসলে, আবার কালাই রুটি খাব। রাজশাহীর প্রেমে পড়ে গেছি, না এসে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *