সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ীতে হামলা চালানো হয়েছে।
শনিবার বিকাল ৩টার দিকে নগরীর উপশহর পয়েন্টে এ হামলা চালানো হয়। এসময় তিনি সিলেট থেকে ওসমানীনগর যাচ্ছিলেন।
শফিকুর হমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম জানান, একটি দলীয় কর্মসূচীতে তারা ওসমানীনগর যাচ্ছিলেন। সিলেট থেকে বেরুবার সময় বিকাল ৩টার দিকে নগরীর উপশহর পয়েন্টের কাছে তাদের গাড়ি পৌছালে চারদিক থেকে অতর্কিতে গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
তাৎক্ষনিকভাবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এতে গাড়ির বেশকিছু ক্ষতিসাধন হয় তবে শফিকুর রহমান চৌধুরী নিরাপদ আছেন।