নিরপরাধ বাবাকে সাজা দেয়ার বিচারের ভার আল্লাহর হাতে দিলাম -হাসান ইকবাল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

file

গ্রাম বাংলা ডেস্ক: : মুহাম্মদ কামারুজ্জামানের জ্যেষ্ঠ ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের বলেছেন, আমর বাবা ন্যায়বিচার পাননি। একজন নিরপরাধ ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হলো। আমরা এই জুলুমের বিচারের ভার সর্বশক্তিমান আল্লাহর হাতে দিলাম। তিনি বলেন যে অভিযোগে (সোহাগপুর গণহত্যা) আমার বাবাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে তার সঙ্গে আমার বাবার সম্পৃক্ত ছিলেন এ ধরনের প্রমাণ ইতিহাসের কোথাও নেই। ট্রাইব্যুনালে বিচারের আগে কোন গণমাধ্যম এবং কোন নির্যাতিত (ভিকটিম) আমার বাবার সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ করেননি। তারপরেও আমার নিরপরাধ বাবাকে এই ঘটনায় মৃত্যুদ- দেয়া হলো। গতকাল সোমবার রায়ের পর সকাল সাড়ে দশটার দিকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতির কক্ষের সামনে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তার বাবার আইনজীবী এডভোকেট শিশির মো. মুনির, এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও এডভোকেট আসাদ উদ্দিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। আইনজীবীদের আমরা বলেছি রিভিউর ব্যাপারে ব্যবস্থা নিতে। রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পেলেই রিভিউ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *