ঢাকা; সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিজের মেয়াদকালে সকলকে ‘খুশি’ করা যায়নি বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
আজ ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাকে রুঢ় আচরণ করতে হয়েছে। নিজের অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে মাফ চাইছি। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য তা করতে হয়েছে। নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায়ী সিইসি বলেন, আমি যা ভাল করেছি তার কৃতিত্ব আপনাদের সবার। আমি যা খারাপ করেছি সেটার দায়দায়িত্ব আমার। কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ। একজন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।