ঢাকা; ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তাদের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। বিস্তারিত সূচি পরে জানানো হবে।
পিএসসি ২০১৫ সালের ৩১ মে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরি প্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী এরপর লিখিত পরীক্ষায় বসেন। গতবছর ১ থেকে ৬ সেপ্টেম্বর আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেন তারা। উল্লেখ্য, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে লিখিত পরীক্ষার ফল জানা যাবে।