মন্জুরুল হক কাপাসিয়া( গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পরিয়াব গ্রামে জমি সংক্রান্ত বিরোধে এক দরিদ্র কৃষকের ভোগ দখলীয় সম্পত্তি থেকে নামধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রায় ৫ শত কলা গাছ কেটে ফেলেছে। এতে ওই কৃষকের ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে কৃষক বকুল মিয়া বাদী হয়ে ১ নভেম্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার পরিয়াব গ্রামের মৃত সাদির ফকিরের পুত্র বকুল মিয়া তার পৈত্রিক বাড়িভিটা সংলগ্ন ১ বিঘা জমিতে কলা গাছ লাগান। সম্প্রতি প্রায় দেড় শত কলা গাছে কলার ছড়ি বের হয়েছে। এছাড়া আরো ৩ শতাধিক গলা গাছে ছড়ি বের হওয়ার উপক্রম ছিল। গত ৩০ অক্টোবর দুপুরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লেহাজ উদ্দিন ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে সাহাবুদ্দিন, জজ মিয়া, কাশেম মিয়া, লাল মিয়া, কামাল, মিয়ার উদ্দিন, পাবেল, রনি, রাসেল, হিরন, বিউটি, কুলসুম, পারুল সহ প্রায় ২০/২৫ জন লোক দা, লাঠি-সোটা নিয়ে প্রকাশ্য দিবালোকে অর্তকিতে হামলা চালিয়ে কলা গাছ গুলো কেটে ফেলে। খবর পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। এ ঘটনায় আতংকিত বকুল মিয়া ও তার পরিবারের লোকজন সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। যে কোন সময় বড় ধরনের ক্ষতির আশংকায় দরিদ্র ও নিরিহ কৃষক বকুল মিয়া দিনাতিপাত করছে। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রকাশ, এ ঘটনায় ইতিপূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করলে প্রতিপক্ষ লেহাজ ও রিয়াজ উদ্দিন গংরা তা মেনে নেয়নি।
এর আগেও বিরোধপূর্ন এ জমি থেকে কয়েকটি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ আহসান উল্লাহ্ জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা কৃষকের কলা গাছ কাটার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।