স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : জামায়াতে ইসলামী আহুত দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার হরতালের শুরুতে রেললাইনে ককটেল ফাটিয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের প্রধান সড়ক রাজবাড়ি রোডে জয়দেবপুর রেলওয়ে জংশনের রেলক্রসিংয়ে কয়েক লোক কাঠ খঁড় দিয়ে আগুন দেয়। এসময় তারা আল্লাহু আকবার বলে একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। এই ঘটনার পর কর্তব্যরত পুলিশ নড়ে চড়ে বসেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সহ গুরুত্বপূর্ন স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটান্থলে আসলে পিকেটাররা চলে যান।
স্থানীয় সূত্র বলছে, সকাল সাড়ে ৭টার দিকে নলজানী এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশে হরতালকারীরা বিচ্ছিন্ন ভাবে চলমান যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়।
এদিকে সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বনমালা রোডে ৩০/৪০জন শিবির কর্মী হঠাৎ করে রাস্তায় নামে। তবে তারা রাস্তা দিয়ে হেঁটে গেলেও মিছিল বা নাশকতা করেননি। স্থানীয়রা বলছেন, এটা হরতালকারীদের মহড়া।
এ ছাড়া হরতালে রাস্তায় যানবাহন চলছে। দুরপাল্লার গাড়ি নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পথচারীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।