শপথ নেয়ার পর হাজার হাজার নারী বিক্ষোভ করবেন ওয়াশিংটন, লন্ডনে

Slider সারাবিশ্ব

49346_trump

 

ঢাকা; প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওয়াশিংটন ও লন্ডন সহ বিভিন্ন স্থানে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করবেন হাজার হাজার নারী। ২০শে জানুয়ারি শপথ নেবেন ডনাল্ড ট্রাম্প। এর পরদিন অর্থাৎ ২১শে জানুয়ারি লন্ডনে হবে তার বিরুদ্ধে এমন বিক্ষোভ। এতে যোগ দিতে সামাজিক মাধ্যমে সম্মতি দিয়েছেন সেলিব্রেটি তারকারা। এর মধ্যে রয়েছেন ফ্রাঙ্কি বয়লে, অ্যালেক্সা চুং, চার্লটি চার্চ, পিক্সি জেলডোফ, বিয়ানকা জ্যাগার, ইয়ান ম্যাককেলেন, জুন সারপোং ও হরদিপ সিং খোলি প্রমুখ। এরই মধ্যে লন্ডনের বিক্ষোভে যোগ দিতে স্বাক্ষর করেছেন ১৪ হাজারেরও বেশি নারী। লন্ডনের ইভেন্টের নাম দেয়া হয়েছে ওমেন্স মার্চ অন লন্ডন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে একই রকম ৩৭০টি বিক্ষোভ হওয়ার কথা। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক ইভেন্টগুলোর প্রেক্ষিতে স্বাধীনতা ঝুঁকিতে রয়েছৈ। তার রক্ষাকবচ হিসেবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের একত্রিত হতে হবে। এক্ষেত্রে লিঙ্গভেদ টানা ঠিক হবে না। অর্থাৎ নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি একই আহ্বান জানানো হয়েছে। এ বিক্ষোভের অন্যতম আয়োজক বেথ গার্নার। তিনি বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি এক ধরণের হুমকি দেখা দিয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সেই আশঙ্কা থেকেই এমন বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। তাই ২১শে জানুয়ারি একত্রিত হবে বহু সংগঠনের মানুষ। এর মধ্য দিয়ে তারা একটি বার্তাই দেবেন। তাহলো, যে রাজনীতিতে আতঙ্ক ও বিভক্তি আছে তা গ্রহণযোগ্য নয়। ২০১৬ সালে আমরা সবাই দেখেছি ঘৃণাপ্রসূত ও বিভক্তি সৃষ্টিকারী বাগাড়ম্বরতা। ডনাল্ড ট্রাম্পের নির্বাচন আমাকে ঠিক উল্টে দিয়েছে। গার্নার আরও বলেন, নিউ ইয়র্কের এই বিলিয়নিয়ার সম্পদের মালিকের কর্মকা- বৃটেনের নারীদের ওপরও প্রভাব ফেলতে পারে। তার মতে, নারীর অধিকারও মানবাধিকার। যখন সমাজে একটি গ্রুপকে কোণঠাসা করে রাখা হয় তখন তা আমাদের সবাইকে আক্রান্ত করে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের নারীদের অবমাননাকারী, রগরগে মন্তব্য করার রেকর্ড আছে। নির্বাচনের আগে ট্রাম্পের একটি টেপ ফাঁস হয়। ২০০৫ সালের ওই টেপে তিনি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এমনকি বলেন, আপনি যখন একজন তারকা হবেন তখন নারীদের …(আপত্তিকর শব্দ) ধরে আঁকড়ে নিতে পারবেন। তাদের সঙ্গে যা খুশি তাই করতে পারবেন। মেগান কিলিকে নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। উল্লেখ্য, ওয়াশিংটন ডিসিতেও একই রকম ট্রাম্প বিরোধী বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেই বিক্ষোভ সর্ববৃহৎ হবে বলে মনে করা হচ্ছে। এতে যোগ দেয়ার কথা রয়েছে ২০ লাখেরও বেশি মানুষের। এতে হাই প্রোফাইল হলিউড তারকাদের উপস্থিত থাকার কথা। এর মধ্যে রয়েছেন স্কারলেট জোহানসন, আমেরিকা ফেরেরা, কেটি পেরি, উজো আদুবা, জেনদাইয়া ও চের প্রমুখ। লন্ডনে অনুষ্ঠেয় বিক্ষোভকে ওয়াশিংটনের বিক্ষোভের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ ওয়াশিংটনের বিক্ষোভের অনুকরণে বিক্ষোভ হবে লন্ডনে। এখানে ২১শে জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে গ্রোসভেনর স্কয়ারে। এরপর তা পার্ক লেন, পিকাডিলি, পল মল ও ট্রাফালগড় স্কয়ারে গিয়ে শেষ হওয়ার কথা। ট্রাফালগড় স্কয়ারে একটি র‌্যালি হওয়ার কথা বিকাল দু’টায়। এ বিক্ষোভে সমর্থন করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনিটি, লিবার্টি, সিএনডি, প্রাইড লন্ডন, ব্লাক প্রাইড, ওমেন্স ইকুয়ালিটি পার্টি, দ্য গ্রিন পার্টি, সোলিডারিটি উইথ রিফিউজিস, এনইউএস, বৃটিশ সায়েন্টিস্ট ফর দ্য ইইউ, ওমেন্স ৪ রিফিউজি ওমেন এবং ওমেন ফর ওমেন ইন্টারন্যাশনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *