নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে একটি বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবির সদস্য। বাড়িটিতে জেএমবি সদস্যরা আস্তানা গেড়েছিল।
নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তাঁরা যৌথ অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল।
নাটোর ও বগুড়ার পুলিশ সুপার আরও জানান, ফজলুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ফজলুর নাটোর এনএস সরকারি কলেজের ছাত্র বলে তাঁরা জানান।