ঢাকা; আগেই শঙ্কা ছিল হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে ওয়েলিংটনের ঝড়ো বাতাসতো আছেই। বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ হয়। প্রথমবার খুব বেশি সময় না হলেও দ্বিতীয় বার বৃষ্টিতে চা বিরতীতে শেষ হলেও খেলা মাঠে গড়ায়নি।
তবে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১৬ রানে ওপেনার ইমরুল কায়েস ১ রান করে আউট হলে দলের হাল ধরেছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়ানডে ধাচে খেলতে থাকা তামিম শেষ পর্যন্ত ৫৬ রানে। দলের স্কোর বোর্ডে তখন ৬০ রান। দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে নেন শুরুতেই বুঝে শুনে খেলতে থাকা মুমিনুল। তাকে সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের ব্যাটে বাংলাদেশের স্কোর বোর্ড একশ’র কোটা পার করে। তৃতীয় উইকেট গড়েন ৫৯ রানের জুটিও। তবে তাদের এই লড়াই থামিয়ে দেয় বৃষ্টি। বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ১১৯ রান ২ উইকেট হারিয়ে। বৃষ্টির পরে অর্ধশতক পার করেন মুমিনুল। শুরুতে ২৯ বলে ৩ রান করা মুমিনুল দারুণ সব শট খেলে ৯২ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন। সঙ্গে আছেন ৫৫ বলে ২৩ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ।