নাসিরনগর হামলা: আওয়ামী লীগ নেতা সুরুজ আলী গ্রেপ্তার

Slider টপ নিউজ

48316_nasir

 

ঢাকা; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। রসরাজের ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট দেয়ার জের ধরে ৩০ শে অক্টোবর নাসিরনগর সদরে দুটি ধর্মীয় সংগঠন সমাবেশ আহবান করে। একটি সমাবেশে সুরুজ আলী উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। এর পরপরই হামলার ঘটনা ঘটে। এর আগে তিনি দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। এছাড়াও বিভিন্ন সূত্রে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। হামলার ঘটনার পরপর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক আবুল হাসেম ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ফারুক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *