ব্রাহ্মণবাড়িয়ায় ‘পথ তারার স্কুল’এ শীত বস্ত্র বিতরন

Slider শিক্ষা সামাজিক যোগাযোগ সঙ্গী

15936060_1842741932651766_917093816_n

 

 

 

 

 

 

 

 

ব্রাম্মণবাড়িয়া;  পথ তারার স্কুল’ জেলার শহরের রেল স্টেশন এলাকায় গত তিন বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের একেবারে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করে যাচ্ছে। আর এর রুপকার আফনান আলম সাকিব, আফনান যখন মাত্র অষ্টম শ্রেনীর ছাত্র তখন থেকে এই স্কুল চালিয়ে যাচ্ছেন। আর আজ তিনি এস এস সি পরীক্ষার্থী। এতো কম বয়স থেকে শিশুদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন যা এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর সেই উজ্জ্বল আলোর উদাহরণ এ আমরা আনন্দের রঙ আর সেখানকার শিশুদের মুখে হাসি ফোটাতে গিয়েছিলাম।

শুধু শিশুদের মুখে মনে খেলনার আনন্দ নয়, আফনান এর মত এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা আমাদের সমাজের উজ্জ্বল প্রাণবন্ত প্রাণ গুলোতে সাহসের সঞ্চার করতে, যে আমরা Toys-R-Yours দল আছি তাদের পাশে। খেলনার আনন্দ বিতরণ চলতেই থাকবে। আপনাদের দেয়া খেলনা গুলোই আজ আনন্দের বার্তা হয়ে পৌঁছে যাচ্ছে পথ তারার স্কুল এর মতন অনেক স্কুলের শিশুদের কাছে। পথ তারার ইশকুল নাম থেকেই অনুমান করা যায় এটি এমন একটি শিক্ষালয় যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের হাতেখরি শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষাদানের কাজ চলছে। পথ তারার ইশকুলের যাএা শুরু হয় ১১/১১/২০১৫ তারিখে। সফলতার ১ বছরে আমরা প্রায় ২৫০ জন পথ শিশুদের পাশে ছিলাম এবং এখন ও আছি। এই এক বছরে নানা প্রতিকুলতার মোকাবিলা করে আমরা এগিয়ে চলেছি। আমাদের যাত্রা চলমান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে নতুন দিনের আলো দেখতে পাচ্ছে কিছু সুবিধাবঞ্চিত শিশু। চাইলে আপনি ও আমাদের সাথে যুক্ত হতে পারেন। নতুন দিনের সন্ধানে আমরা। আমরা দিন বদলের অংশীদার। আমরা মানবতার সৈনিক। ব্রাহ্মণবাড়িয়ায় পথ শিশুরে নিয়ে কাজ করা সংঘঠন ‘পথ তারার স্কুল’ এর শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার বেলা দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পাশে পথতারা স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৫০ জন পথ শিশু শিক্ষার্থীকে বস্ত্র বতন করা হয়। অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম),বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাইল হোসাইন,জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি লোকমান হুসাইন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত। মূলত স্কুল ও কলেজের কিছু ছাত্র-ছাত্রীর প্রচেষ্টায় গরে ওঠে পথ তারার স্কুল। এই স্কুলে পথ শিশুদেরকে ফ্রিতে বই খাতা দিয়ে ক্লাস করানো হয় নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *