মুক্তি পেয়েছেন গাসিকের সাময়িক বরখাস্তকৃত মেয়র মান্নান

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

lut_9450

 

গাজীপুর: আজ শুক্রবার বেলা ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন গাজীপুর সিটিকরপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নান। তিনি বিএনপির কেন্দ্রিয় ভাইসচেয়ারম্যান।কারাগার থেকে তাকে সরাসরি ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউং এর সহকারী প্রেস সচিব শায়রুল কবির সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা যায়, উচ্চ আদালত থেকে জামিন পান অধ্যাপক মান্নান। কারাগারে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে আজ তাকে মুক্তি দেয়া হয়। তার বিরুদ্ধে প্রায় প্রায় তিন ডজল মামলা হয়েছে।

প্রসঙ্গত:  ২০১৫ সালের  ১১ ফ্রেব্রুয়ারী মেয়র মান্নান গ্রেফাতর হন।  ১৯শে আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মান্নানকে বরখাস্ত করে আদেশ দেন। এরপর উচ্চ আদালত তাকে জামিন দিয়ে পুনরায় স্বপদে বহালের আদেশ দেন। এরপর তিনি মুক্তি পেলেও আবার নতুন মামলায় গ্রেফতার হন। এই পর্যন্ত তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *