আজকের সমাজ তাজুল ইসলাম

Slider সাহিত্য ও সাংস্কৃতি
ggggg
আজকের সমাজ

তাজুল ইসলাম
______________

সমাজ নামের বাগানটাতে আজ
নেইতো কোন ফুল,
আগাছাতে ভরছে সমাজ
সুদ মাদকে মশগুল।

তরুণ কিশোর যুবক যারা
নেশার পথে হাঁটছে তারা,
মদ্যপানে ধূমপানে
ঝরে পড়ছে খুব গোপনে,
ব্যর্থ যাদের পিতামাতা
রাখেনা তাদের খোঁজ,
লেখাপড়া ফাকি দিয়ে
যাত্রা পালা দেখে রোজ।

পাড়ায় পাড়ায় চায়ের দোকান
এক টেবিলে বুড়ো জোয়ান,
রাত্রি ভরে চিত্রবিনোদন
পাঠ্য শিক্ষার সময় কখন?

সুদখোরের সুদের ব্যবস্যা
জমছে খুবই ভাল,
দিনে দিনে টাকা বাড়ে
পত্তন’ নামে নিচ্ছে যারা
সমাজ করল কালো।

সমাজের যত পাতি সর্দার
নিত্য খোঁজে  ঝগড়া জঞ্জাল
কখন হবে বিচার দরবার,
নির্দোষীরে দোষী করে
পকেটে পড়লে মাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *