ঠাকুরগাঁওয়ে সদস্য পদে যারা নির্বাচিত হলেন যারা

Slider রংপুর

17k-7-1

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ আজ বুধবার (২৮ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেলে ঠাকুরগাঁও জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন।

জনপ্রতিনিধিদের ভোটে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেনঃ

১ নং ওয়ার্ডে জামাল উদ্দিন,
২ নং ওয়ার্ডে আবুল কাশেম,
৩ নং ওয়ার্ডে আব্দুল কাদের,
৪ নং ওয়ার্ডে এখলাসুর রহমান,
৫ নং ওয়ার্ডে হুমায়ুন কবির,
৬ নং ওয়ার্ডে মইনুল হক,
৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আহম্মেদ,
৯ নং ওয়ার্ডে আছির উদ্দিন,
১০ নং ওয়ার্ডে নৃপেন্দ্র নাথ ঝাঁ,
১৩ নং ওয়ার্ডে দেবাশীষ দত্ত সমীর,
১৪ নং ওয়ার্ডে মারুফ হোসেন,
১৫ নং ওয়ার্ডে রওশনুল হক।

সংরক্ষিত মহিলা সদস্য পদে জনপ্রতিনিধিদের ভোটে যারা নির্বাচিত হয়েছেনঃ
৪ নং ওয়ার্ডে হুসনেয়ারা হক,
৫ নং ওয়ার্ডের মহসেনা বেগম।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন মনোনয়ন দাখিলের শেষ দিনেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা পূর্বেই নির্বাচিত হয়েছেনঃ
৮ নং ওয়ার্ডে আমির হোসেন,
১১ নং ওয়ার্ডে নজরুল ইসলাম স্বপন,
১২ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম হিরু।

সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা পূর্বেই নির্বাচিত হয়েছেনঃ
১ নং ওয়ার্ডে সুরাইয়া জেসমিন,
২ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন,
৩ নং ওয়ার্ডে সেতারা হক।

জানিয়ে রাখা ভালো যে, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ১৫ টি সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন এবং ৫ টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন লড়েছেন। মোট ১৪ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৭৭ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭৩৩ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *