ঢাকা; সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে এ সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে ১০ দিনের জন্য তিনটি আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।
মঙ্গলবার রাতেই ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে আজ বুধবার সকাল ১০টা নাগাদ ছাত্ররা হল ছাড়েন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের প্রেক্ষিতে গতকাল রাতে ছাত্রদের তিনটি আবাসিক হলে পুলিশ তল্লাশি চালায়। এসব হল থেকে গুলি, ধারালো অস্ত্র, লোহার রড, ইয়াবা বড়ি ও মদ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।