স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মহানগরের পুবাইল এলাকা থেকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, মহানগরের সাতমারা এলাকার মতিউর রহমানের ছেলে নাজিম হোসেন(২৫) ও হারিবাড়ির টেক এলাকার জাফর মিয়ার ছেলে মামুন মিয়া(৩০)।
পুবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, বৃহসপতিবার ভোররাতে ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশনের পুবাইল রেলওয়ে স্টেশনের বাজার এলাকার একটি তেল বিক্রির টং দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে আড্ডারত অবস্থায় নাজিম হোসেন ও মামুন মিয়া নামে দু’জনকে আটককরা হয়। সেখানে আরও কয়েকজন অবস্থান করলেও তারা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি করে নাজিম হোসেনের জিন্সের প্যান্টের পকেট থেকে ২রাউন্ড গুলিসহ একটি আমেরিকার তৈরি পিস্তল ও মামুনের কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে।