গাইবান্ধায় মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

Slider রংপুর

%e0%a6%9a%e0%a6%9a%e0%a6%9a%e0%a6%9a%e0%a6%9a%e0%a6%9a%e0%a6%9a

রংপুর ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম ইয়াবা ট্যাবলেটসহ (মাদক) গ্রেফতার হয়েছেন। উপজেলার কোমরপুর বাজার এলাকার চারমাথা থেকে বুধবার বেলা ৩টার দিকে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।

সিরাজুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দূর্গাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তরুন কুমার জানান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা চালাচ্ছিল। একপর্যায়ে দুপুরের দিকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে বাসুদেবপর এলাকায় যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেয়ে কোমরপুর চার রাস্তার মোড়ে মোটরসাইকেলটি আটক করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শার্টের বাম পকেট থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই গুণধর রায়ের স্বাক্ষরিত এজাহার নিয়মিত মামলা হিসেবে নেওয়া হয়েছে।

গ্রেফতার সিরাজুল ইসলামকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *