কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি গাড়ি বোমা এবং একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার পর তারা গুলির শব্দও শুনেছেন। দর্শকরা স্টেডিয়াম ছেড়ে যাবার দুই ঘণ্টা পর ঐ হামলা চালানো হয়।
ঘটনার পর দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তুরস্কের বড় শহরগুলোতে জঙ্গি হামলার পরিমাণ বেড়েছে।
এখনো পর্যন্ত কোন গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বিবিসির তুরস্ক সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, এবছরের বিভিন্ন সময়ে মূলত: কুর্দি জঙ্গিগোষ্ঠি কিংবা তথাকথিত ইসলামিক স্টেট তুরস্কে বোমা হামলাগুলো চালিয়েছে।
তিনি বলেন, যেহেতু পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেকারণে সন্দেহটা কুর্দি জঙ্গিগোষ্ঠির ওপরই পড়বে। কারণ, তারা মূলত: নিরাপত্তা বাহিনীর ওপরই হামলা চালিয়ে আসছে।হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান তবে বিস্তারিত কিছু তিনি জানাননি।
“আমাদের নিরাপত্তা বাহিনী এবং নাগরিকদের ওপর একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে” তিনি বলেন।
ভোডাফোন এরিনা স্টেডিয়ামে তুরস্কের প্রধান দুটি ফুটবল দল বেসিক্টাস এবং বুরসাসপোরের মধ্যকার খেলার দুই ঘণ্টা পর হামলাটি চালানো হয়।