শ্রীপুরে সংঘর্ষে আহত চাচা ইমরান ঢাকায় মারা গেছেন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা

All-Khun-HOME

শারমিন সরকার

ব্যুারো চীফ

গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : শ্রীপুরে  ভাতিজার আক্রমনে  মঙ্গলবার বিকালে আহত চাচা ইমরান হোসেন (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়   বুধবার সকালে মাার গেছেন।

রাস্তা নির্মাণ নিয়ে মঙ্গলবার বিকেলে ভাই-ভাতিজাদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন ইমরান। এসময় ইমরান হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (৩৫), মেয়ে জামাতা জোবায়ের হোসেন (২৪), তার স্ত্রী সাথী আক্তার (২১) ও শিল্পীর বড় বোন শিরিনা আক্তার (৪০) আহত হন।

নিহতের মেয়ে জামাতা জোবায়ের সাংবাদিকদের জানান,  মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার শশুরের বড় ভাই সুলতান উদ্দিন তার শশুর ইমরানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতে যান। এসময় সুলতানের সাথে তার শশুড়ের (ইমরানের) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শশুরকে তার বড় ভাই সুলতান চড় থাপ্পর মারতে থাকেন। এসময় বাধা দিতে আসলে সুলতানের দুই ছেলে ঈমন ও রিপন লাঠি-দা নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে লাঠির আঘাতে মাথা ফেটে গেলে ইমরান মাটিতে পড়ে যান। এসময় এলাকাবাসী  তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাদের মধ্যে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার সকালে  তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমর্কর্ত(ওসি) মোহসীনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইমরান স্থানীয় ইসরাত স্পিনিং মিলে ইলেকট্রিশিয়ান পদে চাকুরি করতেন। তিনি মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *