ঢাকা; নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিজয় দিবসের পর সংলাপে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
মঙ্গলবার সকালে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের আগে সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট। বিজয় দিবসের পর এ সংলাপ শুরু হবে।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন ইসির অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন ইসির অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।