খারাপ মেয়ে, ———————কোহিনূর আক্তার

Slider বিচিত্র রংপুর সাহিত্য ও সাংস্কৃতি

15310426_1825107417748551_519096951_n

 

 

 

 

 

 

 

 

 

খারাপ মেয়ে,

———————কোহিনূর আক্তার

আমি খারাপ বলেই সমাজ করেছে ঘৃণা,

যখন নিশিতে আসো আমার কাছে

তখন আমি হয়ে যাই নষ্ট পিপাসিত সুধার তৃণা ।

আমার কাছে মিটিয়েছো দেহের অসান্ত ক্ষুধা,

দিনের আলোয় সেজেছো পবিত্র অলি মৃধা ।

কত দিন না খেয়ে থেকেছি কেউ রাখনি খোঁজ,

কেও বলেনি এ বেলা খেয়ে কষ্টের চোখের পানি মুছ।

কত মাতব্বরের কাছে চেয়েছি কিছু টাকা দাও

আমায় আড় চোখে বলেছে কথা,

দেবো টাকা কথা শুনতে হবে তোমায় ।

তারাই করছে আমার বিচার ,আমি খারাপ তাই ,

সবাই করে আমার ঘৃণা খারাপ জীবন হায় !

রাতের গভীরে আমার কাছে মিটেছিস দেহের পিপাসা,

ভোরের আলোতে সব ভুলে হয়ে যাস ফেরেস্তা ।

সমস্ত ঘৃণা মাখিয়ে আমি মহা পতিতা ।

কেনো হে সমাজ পতি ঘৃণা করিস আমায় ?

একবার তো বলেনি কেউ ঘৃণা নয় ভালোবাসি তোমায় ।

পেটের ক্ষুধায় হয়েছি খারাপ এটাই ছিল ভুল,

তাই তোমরা মারলে কেটে দিলে মাথার চুল।

বারে বারে চেয়েছি কাজ ভালো হতে দেয়নি আজ ।

ঐ সমাজের মানুষ কেনো ঘৃণা করিস আজ ?

আমার চেয়ে বড় পতিতা তোরা করেছিস কি কাজ।

আমি বড় দুঃখি মানুষ পতিতা হলে ও ভালো,

তোমাদের মত নিকৃষ্ট আমার মন নয় তো বিদঘুটে কালো ।

 

——————–

সত্য ঘটনা , নাজমার ঘৃণীত জীবন থেকে নেয়া । ওকেই উৎসর্গ করলাম । (খারাপ মেয়ে )কবিতাটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *