প্রশাসনে রেকর্ড পদোন্নতি, ওএসডি’র বোঝা আরো বাড়বে

Slider জাতীয়

227e961cc307f70c3d032a344e8fed1f-bangladesh-goverment

 

 ঢাকা; স্থায়ী পদ নেই তবুও অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপ-সচিব পদে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মাধ্যমে রেকর্ডসংখ্যক কর্মকর্তার পদোন্নতির ঘটনা ঘটেছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন, উপ-সচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে ২০৫ জনকে পদোন্নতি দিয়ে উপ-সচিব করা হয়েছে। গতকাল সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। এদিকে দেশের বাইরে লিয়েনে থাকা আরো কয়েকজনকে পদোন্নতি দেয়া হয়েছে। তারা  দেশে ফিরলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সবমিলে পদোন্নতির এ সংখ্যা ৫৪০ জনের কাছাকাছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পদোন্নতির কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) সংখ্যা আরো বাড়বে। কারণ পদের চেয়ে পদোন্নতি বেশি হওয়ার কারণে অনেক কর্মকর্তাকে আগের পদে থাকতে হবে বা বাড়িতে বসে অলস সময় কাটাতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা একশ’র কিছু বেশি। যুগ্ম-সচিবের স্থায়ী পদ সাড়ে চারশ’ এবং উপ-সচিবের স্থায়ী পদ রয়েছে সাড়ে আটশ’র মতো। পদোন্নতির পর প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা হলো ৫৫০, যুগ্ম-সচিবের সংখ্যা হলো ৬১৩ ও উপ-সচিবের সংখ্যা হলো এক হাজার ৪৭৯ জন। অর্থাৎ পদের চেয়ে কয়েকগুণ বেশি কর্মকর্তা কর্মরত রয়েছেন। এদিকে পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। নতুন অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম নতুন করে ৮৬ ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া ১৯৮৫, ১৯৮৪ সহ এর আগের ব্যাচের পদোন্নতি বঞ্চিত (লেফট আউট) কিছু কর্মকর্তাও এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকায় রয়েছেন। অন্যদিকে যুগ্ম-সচিব পদে এবার নতুন করে ১১ ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া, ৯ ও ১০ সহ এর আগের ব্যাচের বঞ্চিত কর্মকর্তারাও এ স্তরে পদোন্নতি পেয়েছেন। উপ-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূলত ২১তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া, আগের পদোন্নতি পাননি এমন কিছু কর্মকর্তাও উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। গতকাল পদোন্নতির আদেশ জারির পরই কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিড় করতে থাকেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনন্দ উদ্বেলতায় মুখর হয়ে উঠে সচিবালয়ে এক নম্বর ভবনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের করিডোর। পদোন্নতি পাওয়ায় কর্মকর্তাদের সঙ্গে দেখা হতেই শুভেচ্ছা জানান সহকর্মীরা। পদোন্নতি পাওয়া অনেক কর্মকর্তাকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এপিডি (নিয়োগ, পদায়ন ও প্রেষণ) উইংয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরীর কক্ষে গিয়ে তাদের ধন্যবাদ জানান। অনেকে মিষ্টি নিয়ে আসেন। পদোন্নতি পাওয়ার পর কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে যোগদানপত্র জমা দেন। এর আগে গত মে মাসে অতিরিক্ত সচিব পদে ৮৫ জন, যুগ্ম-সচিব পদে ৭০ জন এবং উপ-সচিব পদে ৬২ জনকে পদোন্নতি দেয় সরকার। গেল বছরের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। জনপ্রশাসনে বর্তমানে ৬ হাজারের বেশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে হাতেগোনা কয়েকজনকে অন্য ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে আত্মীকরণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিব হিসেবে এমনিতেই নিয়মিত পদের চেয়ে বেশি সংখ্যক কর্মকর্তা রয়েছেন। তার উপর আবার পদোন্নতি দেয়া হলো। এতে প্রশাসনে আরো বিশৃঙ্খলা দেখা দেবে। পদোন্নতি পাওয়ার পরও অনেককে নিচের পদে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *