মুক্তিযুদ্ধ মন্ত্রী ও মেয়রকে জড়িয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

10167950_1477126812428187_4242576705385030915_n

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কালিয়াকৈর অফিসার ক্লাবে এক সংবাদ সম্মেলন ও থানার সামনে মানববন্ধন করেন মেয়র মজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, একটি দৈনিক পত্রিকা ও একটি টিভি চ্যানেলে (দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেট টেলিভিশন) তাকে ও মন্ত্রী মহোদয়কে জড়িয়ে অসৎ উদ্দেশ্যে হেয়প্রতিপন্ন ও মান মানহানি করার জন্য এ সংবাদ প্রকাশ করা হয়েছে। যার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই।

এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ  এবং কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে এলাকাবাসি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর থানার সামনে মানববন্ধন করেন।

প্রসঙ্গত: ২৯ সেপ্টম্বর ইন্ডিপেন্ডেট টেলিভিশনে ও ৯ অক্টোবর কালের কণ্ঠ পত্রিকার সংবাদে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান সহ আরো কিছু নেতা স্থানীয় সোহাগ পল্লী নামক পিকনিক স্পটে একটি গোপন বৈঠক করেন। বৈঠকে অবৈধ কামকান্ডের ভাগাভাগির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, মন্ত্রী মোজাম্মেলক হক গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর-১ আসনের(কালিয়াকৈর) এমপি। মুজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *