স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুরের মোগরখাল এলাকায় দাম্পত্য কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন স্ত্রী। এঘটনায় স্বামীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে এনেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে মহানগরের মোগরখাল এলাকার স্থানীয় সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মাইক্রোবাসের চালক নেওয়াজ শরীফ পারিবারিক কলহের এক পর্যায়ে তার স্ত্রী শরীফা বেগম সুমিকে বটি দিয়ে গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান সুমি। ঘটনার পর স্বামী নেওয়াজ পালাতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামীকে আটক করে।
মৃত শরীফা বেগমের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নয়ানগর গ্রামে। প্রায় তিন বছর আগে গাইবান্ধার টেঙ্গুরজানি গ্রামের নেওয়াজ শরীফের সাথে সুমির বিয়ে হয় ।
ঘটনাস্থল থেকে স্বামীকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মনির হোসেন ।