থাই জঙ্গল থেকে বাংলাদেশি ‘ক্রীতদাস’ উদ্ধারের দাবি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

73508_adalot shaja logo
গ্রাম বাংলা ডেস্ক: থাইল্যান্ডের একটি জঙ্গল থেকে গত সোমবার প্রায় ৮৯ জন বাংলাদেশিকে উদ্ধারের দাবি করেছে দেশটির সরকার। ক্রীতদাস হিসেবে বিক্রির জন্য তাঁদের সেখানে নেওয়া হয়েছিল।
বিবিসির জনাথন হেডের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও প্রতিবেদনটি আজ শনিবার বিবিসি অনলাইনের এশিয়া বিভাগে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনটিতে দাবি করা হয়, থাইল্যান্ডের উপকূলবর্তী একটি জঙ্গলে গত সোমবার ওই ৮৯ জন বাংলাদেশিকে আবিষ্কার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের ‘ক্রীতদাস’ হিসেবে বিক্রির জন্য অপহরণ ও জাহাজে করে থাইল্যান্ডে নেওয়া হয়েছে। তাঁদের ভালো বেতনে চাকরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ভিডিওটিতে দেখা যায়, একটি জঙ্গলের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বসে আছেন। তাঁদের পরনে লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট বা শার্ট। কেউ কেউ খালি গায়েও আছেন। তাঁদের অঙ্গভঙ্গি অসহায়ের মতো। চেহারা বিধ্বস্ত। চোখে-মুখে ক্ষুধার তাড়না।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে একটি কেন্দ্রে দেখা যায়। সেখানে বসে আল্লাহর কাছে হাত তুলে তাঁদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
আবদুর রহিম নামের একজন বলেন, তাঁদের জঙ্গলে নিয়ে আসা হয়েছে। তাঁদের কোনো খাবার দেওয়া হয়নি। ১০ দিন ধরে তাঁরা গাছের পাতা খেয়ে বেঁচে আছেন।
তিন সন্তানের বাবা আবসার মিয়া জানান, বাড়ির জন্য তাঁর মন পুড়ছে। তিনি স্বজনদের কাছে ফিরতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *