শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি-বিএইউএসটি,সৈয়দপুর এর ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনিষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠান আজ সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে বেলা ১১ পর্যন্ত চলে। সৈয়দপুর ক্যান্টনমেন্ট এর গাজী বিনোদন হল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেটর অব. মো ইমদাদুল হক,পিএসসি। আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন এবং বিবিএ ফ্যাকাল্টির ডিন সহ সকল ডিপার্টমেন্ট এর শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেয় ইউনিভার্সিটির পুরাতন শিক্ষার্থীরা। সব শেষে ইউনিভার্সিটির পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।