“আসবোনাআর ফিরে
———-খায়রুননেসা রিমি
“আসবো না আর ফিরে”
কষ্টকাঠের আগুনে পুড়ে ছাই
হবি তুই যেদিন,
ছাইগুলি সব কুঁড়িয়ে নিয়ে
বাসন মাজবো সেদিন।
মনের দুঃখ মনেই চেপে
আসবো না আর ফিরে,
কাঁদবিরে তুই দুঃখ নিয়ে
আমার স্মৃতি ঘিরে।
চিনলিনা তুই আজও আমায়
আমি যে তোর কে?
দুঃখ পেয়ে, দুঃখ খেয়ে
আমায় চিনে নে।