সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় ছাত্র দলের হামলা, গুলি, চাাঁদাদাবির অভিযোগ

Slider টপ নিউজ

40051_thumbs_sylhet

 

সিলেট; জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেট উপশহরে একটি বাসায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে একদল যুবক মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বিরের বাসায় এ হামলা চালিয়েছে।
এদিকে ঘটনার পর হামলাকারীদের ছাত্রদলের কর্মী দাবি করেছে সাব্বিরের পরিবার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে ছাত্রদল নেতা উমেদ তার দলবল নিয়ে  সৈদানীবাগের সৈয়দ ছমরুল হোসেন, সৈয়দ বাবুল,  সৈয়দ আজিজুল হোসেন, সৈয়দ শরীফদের জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালায়। তখন এ ঘটনার পর সকালে পুলিশের উপস্থিতিতে উমেদ তার সহকর্মীদের নিয়ে চলে যায়। তবে পুলিশ বিবদমান দুই পক্ষকে নিয়ে থানায় আসার কথা বলে। এরপর বিকাল ৫টার দিকে হঠাৎ করে উমেদ ও তার ভাই রাশেদের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী গুলি করতে করতে প্রবেশ করে। এ সময় সাব্বিরের স্বজন সৈয়দ আতাউর হোসেন সাবুল আহত হন। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নাহিদ রহমান সাব্বির বলেন, শনিবার সকালে তার পিতা  সৈয়দ শরীফের কাছে ছাত্রদল নেতা উমেদ চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চলে যায় এবং বিকালে হঠাৎ করে বাসায় হামলা চালায়। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান, সকালে তাদের জায়গা সংক্রান্ত ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাদের মধ্যে সমাধান করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে বিষয়টি স্থায়ী সমাধানের জন্য শনিবার রাত ৯টায় থানায় আমার সঙ্গে দু’পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যেই একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *