স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ২৯নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশে যোগদানের জন্য উদ্বুদ্ধকরণ র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছেন মন্ত্রী ও এমপি।
বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালী উত্তর সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য দেন।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গাজীপুর জেলার সভাপতি আঃ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথির ভাষন দেন দলের সাধরণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
অনুষ্ঠানে বক্তারা জনজীবনের সংকট মোচন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় মৌলবাদী-সা¤্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সবাইকে ২৯ নভেম্বর ঢাকার সামবেশে যোগদানের আহবান জানান।