হিলারি না ট্রাম্প: কে হচ্ছেন প্রেসিডেন্ট

Slider সারাবিশ্ব

38964_lead

 

ঢাকা; কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট! হিলারি ক্লিনটন নাকি ডনাল্ড ট্রাম্প। হিসাবের খাতা এতদিন হিলারি ক্লিনটনের পাল্লাকে বেশ ভারি করে তুললেও তা এখন আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে। বিশেষ করে গত সপ্তাহে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমি হিলারির ইমেইল ইস্যুটিকে সামনে আনার পর হিলারির জনসমর্থন কমেছে। ব্যবধান অনেকটা কাছাকাছি চলে এলেও এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। এরই প্রেক্ষিতে অনলাইন বিবিসি তার শিরোনাম করেছেÑ ‘ইউএস ইলেকশন: ইজ ট্রাম্প অর ক্লিনটন গোয়িং টু উইন?’ এতে বলা হয়েছে, জাতীয় জনমত জরিপে হিলারি ক্লিনটন বেশ এগিয়ে ছিলেন। কিন্তু গত সপ্তাহে এফবিআই প্রধান জেমস কমি যে ‘বোমশেল’ ছুড়েছেন তাতে হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা অনেকটা হ্রাস পেয়েছে। ট্রাম্পের সঙ্গে তার জনপ্রিয়তার ব্যবধান এক অংকে নেমে এসেছে। এ অবস্থায় দু’প্রার্থীই তাকিয়ে আছেন সুইং স্টেটগুলোর দিকে। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারে প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটন দু’জনেই শেষ মুহূর্তের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১২ সালে মিশিগানে ১০ পয়েন্ট সমর্থনে এগিয়ে ছিলেন ওবামা। কিন্তু এবার এ রাজ্যটি ডেমোক্রেটদের জন্য সুবিধাজনক মনে হচ্ছে না। ডেমোক্রেটরা যেসব রাজ্যে ভাল করে বা তাদের ঘাঁটি বলে পরিচিত সেগুলোর দিকে চোখ ফেলেছেন ডনাল্ড ট্রাম্প। এগুলো তিনি নিজের ঝুঁলিতে তুলে আনার জন্য চেষ্টা করছেন। তবে আগাম ভোটের ফলাফল যাচ্ছে হিলারির দিকে। এটা হিলারির জন্য একটি সুখবর। ওদিকে ফ্লোরিডা রাজ্যে মিঃয়ামি ডাদে কাউন্টির ভোটারার দল বেঁধে ভোটের দিকে যাচ্ছেন। হিলারি ক্লিনটনের প্রচারণা শিবির দেখতে পাচ্ছে যে, হিসপ্যানিক ভোটারা ভোট দেয়ার দিকে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। ওদিকে নিউ ইয়র্ক টাইমসের আপশট জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে শতকরা ৮৪ ভাগ। ফাইভ থার্টি এইট জরিপে বলা হয়েছে হিলারি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে শতকরা ৬৪.৭ ভাগ। হাফিংটন পোস্টের হিসাবে হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে শতকরা ৯৮.৩ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *