আজকের ঝিনাইদহ

Slider খুলনা

j-map

 

ঝিনাইদহের শৈলকুপায় পাউবোর খাল ভেঙ্গে গ্রাম প্লাবিত !
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া জোড়া ব্রীজের নিকটে পানি উন্নয়ন বোর্ডের সেকেন্ডারি সেচ খাল ভেঙ্গে বহু আবাদী জমি প্লাবিত হয়েছে। স্থানিয়রা জানান, সোমবার সন্ধ্যায় পানিতে খালের দক্ষিন পাশের বাধ ভেঙ্গে গেলে গ্রামে পানি ঢুকে বহু আবাদী জমি ও বসতবাড়ি প্লাবিত হয়।

গ্রামবাসি জানিয়েছেন, খালের পানি ঢুকে শীত কালীন সবজিসহ উঠতি ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়িতে পানি ঢুকে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আমি ওই এলাকার দায়িত্বে নেই। তবে গেট ম্যান আবাইপুর গ্রামের সিরাজুর ইসলামকে গেট খুলে পানি কমানোর পরামর্শ দিয়েছি।

ঝিনাইদহের তেতুলতলায় রাস্তায় গাছ ফেলে গনডাকাতি পুলিশের না !
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ যশোর সড়কের তেতুলতলা নামক স্থানে সোমবার ভোরে একাধিক পরিবহনে গনডাকাতি হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে এই ডাকাতি করে। এ সময় ডাকাতদের দায়ের কোপে এক ট্রাক ড্রাইভার আহত হন।

ডাকাতদের কবল থেকে পালাতে গিয়ে একটি ট্রাক খাদে উল্টে যায়। স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। তাদের ভাষ্যমতে ৮/১০টি গড়িতে ডাকাতি হয়েছে।

তবে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ডাকাতি হয়নি, ডাকাতির চেষ্টা হয়েছিলো। ওসি আরো জানান, ডাকাতদলের প্রস্তুতি দেখে পালাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্র হারিয়ে খাদে পড়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *