দিনাজপুরে বিএনপি ২টিতে আওয়ামী লীগ ১টিতে নির্বাচিত

Slider রংপুর

1-1

 

 

রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের তিনটি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনে ২টিতে বিএনপি ও একটিতে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী মোঃ তসলিমুল আলম শাহ, পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডী ইউনিয়নে বিএনপির প্রার্থী মোঃ হাসিবুর রশিদ রূপম ও বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী শ্রী সাবুল চন্দ্র সরকার।

বীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, ৪নং পাল্টাপুর ইউনিয়নে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মোঃ তসলিমুল আলম শাহ ৮ হাজার ৬৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট।

পার্বতীপুর উপজেলা রিটানিং কর্মকর্তা নির্বাহী অফিসার তরফদার মাহমুদ হাসান জানান,  ১নং বেলাইচন্ডী ইউনিয়নে বিএনপির প্রার্থী মোঃ হাসিবুর রশিদ রূপম ৬০১ ভোটে নির্বাচিত হয়েছেন।

তিনি জানান, চতুর্থ দফা নির্বাচনে ১নং বেলাইচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৈপুলকী কেন্দ্রে জাল ভোট দেয়া নিয়ে নির্বাচন স্থগিত হয়ে যায়। অন্যান্য কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্র বাদ দিয়ে ভোট গনণা করা হলে বিএনপির ধানের শীষের প্রার্থী মোঃ হাসিবুর রশিদ রূপম এক হাজার ৩৫৬ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু উক্ত ভোটের চেয়ে ভোট বেশি থাকায় সোমবার কৈপুলকী কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রে ২ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। উক্ত ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নুর মোহাম্মদ রাজা এক হাজার ৫৫৭ ভোট ও বিএনপির প্রার্থী ৭৪৫ ভোট পান। সে হিসেবে বিএনপির প্রার্থী মোঃ হাসিবুর রশিদ রূপম ৬০১ ভোটে নির্বাচিত হয়েছেন।

বিরল উপজেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির জানান, ৮নং ধর্মপুর ইউনিয়নের নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শ্রী সাবুল চন্দ্র সরকার সাত হাজার ৯৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীর্ষের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯ ভোট।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *