গাজীপুরে মাদরাসা শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

গ্রাম বাংলা

dscf0482
মো:আলীআজগর পিরু, গাজীপুর:  বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গাজীপুর জেলা ও মহানগর শাখা উদ্যোগে মাদরাসা শিক্ষকদের করণীয় শীর্ষক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরোধে বৃহস্পতিবার সকালে গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম সাইফুল্লাহ, মাদরাসা অধিদপ্তরের মহা পরিচালক বিল্লাল হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. ছাব্বির আহমেদ মোমতাজী, জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাও. বিল্লাল হোসেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আলহাজ্ব আলহাজ্ব প্রফেসর ড. মুহামমদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ড. আহম্মদ উল্যাহ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আলহাজ্ব আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্তি পুলিশ সুপার রাসেল শেখ। সমাবেশে বক্তারা মাদরাসা শিক্ষার মান উন্নয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং সকলকে জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *