পাবনার আতাইকুলায় র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Slider জাতীয়

37731_map

 

ঢাকা; পাবনায় র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও ময়েন উদ্দিন (২৬)। শুক্রবার ভোর চারটার দিকে আতাইকুলা থানার গয়েশ্ববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। নিহতরা আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের আব্দুল প্রামানিক ও বড় পাইকশা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। র‌্যাবের দাবি, নিহত দুইজন নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলী মাস্টার হত্যা সহ কয়েকটি মামলা রয়েছে।
র‌্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার এএসপি বীনা রানী দাশ জানান, আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় চরমপন্থি সন্ত্রাসীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে পিছু হটে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের নাম পরিচয় সনাক্ত করেন। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *