বড়ভাইর জন্য ক্ষমা চাইলেন কাদের সিদ্দিকী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি

77056_Latif-Qader
গ্রাম বাংলা ডেস্ক: বড়ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী লতিফ সিদ্দিকীর জন্য আল্লাহ ও দেশের জনগণের কাছে ক্ষমা চাইলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস কাবের কনফারেন্স লাউঞ্জে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ক্ষমা চান।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড়ভাই পবিত্র হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে আল্লাহ ক্ষমা করবেন কি-না জানি না। তবে পরিবারের সদস্য হিসেবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে ক্ষমা করেন।’

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে দেশের মানুষের কাছেও ক্ষমা চান তিনি।

তিনি বলেন, আমার বড়ভাই নিউইয়র্কে বসে হজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে মুসলমান সম্প্রদায় যেভাবে মর্মাহত হয়েছে তাদের সাথে আমিও মর্মাহত। আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মুসলমান হিসেবেই মরতে চাই। আজকে আমি ভারাক্রান্ত হৃদয়ে এ সংবাদ সম্মেলনে এসেছি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহর প্রদত্ত হিসেবে তিনি আমার বড়ভাই। এ সম্পর্ক কেনা যায় না। আমাদের ধমনিতে একই রক্ত প্রবাহিত। জীবনে বহু কষ্ট করেছি, বহুবার বিপদে পড়েছি কিন্তু আল্লাহর উপর থেকে আস্থা হারাইনি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমার বড়ভাইকে হেদায়েত করুন।

তিনি আরো বলেন, আমার ভাই লতিফ সিদ্দিকী আওয়ামী ষড়যন্ত্রের শিকার। তিনি আওয়ামী লীগের চাপে পড়ে ধর্ম নিয়ে বিতর্কিত কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *