গাজীপুর অফিস; কাল ও পরশু ঢাকায় আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারতীয় একটি প্রতিনিধি দল। যাওয়ার সময় প্রতিনিধি দল বহনকারী হেলিকপ্টার গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে অবতরণ করছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টারটি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে অবতরণের কথা রয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের একটি দায়িত্বশীল দলীয় সূত্র। এই প্রতিনিধি দলে ভারত রাষ্ট্রপতির ছেলে ও কংগ্রেসের প্রতিনিধি দল সহ একাধিক ভারতীয় রাজনীতিক হেলিকপ্টারে করে আসছেন।
গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ ছাত্রলীগ, যুবলীগ ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী রাত থেকে মাঠের সাজ সজ্জার কাজ করছেন। তাদেরকে গাজীপুর আওয়ামীলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হবে বলে জানা গেছে।