নারীর অঙ্গন…. ———–রাফেজা ইমরোজ

Slider সাহিত্য ও সাংস্কৃতি
14741018_1801365100122783_1858466087_n
নারীর অঙ্গন….
———–রাফেজা ইমরোজ
প্রজাপতি মন একাকী নিঃসঙ্গ প্রহরে ঘুরে এল
লাখো নারীর দুঃখ-সুখ ভরা গোপন ভুবন ……..
দুঃখ লয়ে সুখ পোষে যাতনা বয়ে আনন্দে হাসে…
সদা সুন্দর কর্ম গুনে নারীই হয় মহীয়সী…..
নারী নিজেরে করি ক্ষয় নিরবতার বসনে ঢেকে
অঙ্গ সকলের সুখে চন্দনের সুবাসে সাঁজিয়ে রাখে প্রাঙ্গন….
নারি কখনও স্বপ্ন কন্যা ,
কখনও মমতায় জড়ানো মায়াময়ী জায়া কখনও শীতল ছায়া …..
প্রজ্ঞাময়ী, বুদ্বিদীপ্ত, আদর্শ রমনী কখনও অপার ধৈর্য্যশীল বিস্ময়কর জননী,
নারী প্রনয়ীর বুকে ভাসিয়ে প্রেম তরী হয়েছে
প্রেম পিয়াসী ভালোবাসার রঙধনু মনোরমা,তিলোত্তমা….
নারী বিচিত্র রঙে এঁকে যায় চির শান্তির আলোক রেখা
পৃথিবীময় নিজের রঙ রাখি গোপন…..
কষ্টের কলমি লতা গোলাপের সুভ্রতা,
সব রূপেই হয়েছে জয়ী যে রূপেই নিজেরে করছে সমর্পন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *