ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে এমনটা মনে করে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, শনিবার মার্কিন রাডারে ক্ষেপণাস্ত্র ধরা পড়ে। ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল ইউএসএস ম্যাসনকে লক্ষ্য করে। ততে তাতে ম্যাসন ও এর নাবিকদের কারো কোনো ক্ষতি হয় নি। প্রকৃতপক্ষে কি ঘটেছিল সে সম্পর্কে প্রকৃতপক্ষে কিছু জানাতে পারে নি কর্মকর্তারা। তারা নিশ্চিত করতে পারেন নি যে, একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল নাকি রাডারের সনাক্তকরণে কোনো ত্রুটি ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, আমরা এ বিষয়টি সম্পর্কে অবগত। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। আমাদের সব জাহাজ ও নাবিকরা নিরাপদে আছেন। তাদের কোনো ক্ষতি হয় নি। অনির্ভরশীল সূত্র মতে, ইয়েমেন উপকূল থেকে ও হুতি বিদ্রোহীদের পরিচালিত একটি বোট থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ে থাকতে পারে। বিষয়টি শনিবার প্রকাশ করেন নৌ অপারেশন বিষয়ক প্রধান জন রিচার্ডসন। শনিবার রাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক আরেকজন কর্মকর্তা বলেছেন, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে ম্যাসন। প্রতিক্রিয়ায় ম্যাসন থেকেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। উল্লেখ্য, ইউএসএস ম্যাসনের কাছাকাছি অবস্থান করছে আরও দুটি মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস নিটজে ও ইউএসএস পোনসে।