গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ করেছে, এ দেশে তাদের কোনো স্থান নেই; প্রধানমন্ত্রী

Slider জাতীয়

fcdb7557feebb55acf4012d1bcaed3a7-untitled-9

বাসস; প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যারা বিদেশিদের কাছে অভিযোগ করেছে, এ দেশে তাদের কোনো স্থান নেই। বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে, অবশ্যই তাদের ধরা হবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে গণভবনে দলের জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তাদের অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং ক্ষমতার অপব্যবহার করে দল গঠনকারীদের কাছ থেকে গণতন্ত্রের ছবক শুনতে হয়। দেশবাসীকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *