বিজয়া দশমী আজ

Slider লাইফস্টাইল

file-3

 

ঢাকা;  আজ শুভ বিজয়া দশমী। সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার।
গতকাল সারা দেশের পূজামণ্ডপে দেবী দুর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানিয়েছেন, এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে। গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১ হাজার ৬৮৪টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে চট্টগ্রাম জেলায়। আজ সকাল ১১টায় বিজয়া দশমীর বিহিত পূজা এবং সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টায় ঢাকা মহানগীরর ভক্তবৃন্দ তাদের প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া দশমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে বলে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় জানিয়েছেন। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হবে। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসছেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে। দশমীর দিন আগামীকাল পূজা আরম্ভ সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৪৯ মিনিটে। বিকালে শোভাযাত্রাসহকারে দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে। গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করছে। জাতীয় দৈনিকগুলো পূজা উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে কাল বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *