মো. পলাশ প্রধান, টঙ্গী (গাজীপুর) থেকে; টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় উদ্ধার অভিযান ৩০ দিন পর সমাপ্ত ঘোষণা করেন
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম।
এবিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকাল ১১টার দিকে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার পাশে সেনাবাহিনীর কন্টোল রুমে আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযান সমাপ্ত করেন জেলা প্রশাসক।
গত ১০ সেপ্টেম্বর সকালে ওই কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকান্ডে ভবন ধসে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকদিনের চেষ্টায় ওই কারখানার আগুন নেভাতে সক্ষম হয় ও উদ্ধার অভিযান শুরু করে। এরপর ১২ সেপ্টেম্বর সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সেনাবাহিনীরা উদ্ধার কাজে অংশ নেয়। এক মাসের এ উদ্ধার অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ জন।