অল্পতে বিদায় সাব্বিরেরও

Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি

file

 

স্পোর্টস ডেস্ক; জেক বলের দ্বিতীয় বলে উইকেট খোয়ালেন সাব্বির রহমান। ব্যক্তিগত ৩ রানে ব্যাটের নিচের কানায় বল লেগে স্টাম্প উপড়ে যেতে দেখেন সাব্বির। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৯/৩।  এর আগে  শর্ট বলে পুল খেলতে গিয়ে উইকেট বিসর্জন  দেন তামিম ইকবালও। ক্রিস ওকসের ডেলিভারিতে মঈন আলীর হাতে ক্যাচ দিলেন দেশসেরা এ ওপেনার।  দ্বিতীয় ওয়ানডেতে অল্পতেই উইকেট দেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। ব্যক্তিগত ১১ রানে ইংলিশ পেসার ক্রিস ওকসের শর্ট ডেলিভারিতে পুল খেলতে গিয়ে ডেভিড উইলির হাতে ক্যাচ দেন এ বাংলাদেশী ওপেনার। এতে ৬.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৫/১-এ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মিরপুর শেরেবাংলা মাঠে এ ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। এতে দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল ইংল্যান্ড। আর ওই ম্যাচে ৩০৯ রানে পুজি নিয়ে ২১ রানে জয় দেখে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে দুদলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ড: জেসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইল, আদিল রশিদ ও জেক বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *