রামপাল হবে দ্বিতীয় শ্রেণির বিদ্যুৎকেন্দ্র

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

34827_ss

 

ঢাকা; রামপাল বিদ্যুৎকেন্দ্রকে দ্বিতীয় শ্রেণির বিদ্যুৎকেন্দ্র হিসেবে বর্ণনা করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, রামপাল বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তা বন্ধ করে আন্তর্জাতিক নিরপেক্ষ বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হোক।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৫ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সুলতানা কামাল বলেন, এই প্রকল্পে সেকেলে ও অনুপযুক্ত প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। যা সুন্দরবন ও আশেপাশের জনপদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভূমিকম্প ও প্লাবন বিষয়ে ঝুঁকির কথা এ প্রকল্পে বিবেচনায় রাখা হয়নি। ফলে প্রকল্পের চারপাশের জলাশয়ে ভারী ধাতুর দূষণ ঘটতে পারে। অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ এই স্থাপনা বাংলাদেশকে ‘ফাঁকা পকেটে’ পরিণত করবে। তা থেকে মুক্তির উপায় থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *