গাজীপুরে দূর্গাপূজা ৩২৫ মন্ডপে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

IMG_20141003_224600
মনোয়ার হোসেন রনি/মোঃ জাকারিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস   : গাজীপুরে এবার শারদীয় দূর্গাপূজার বিজয়া দশমী চলছে। এবার সারা জেলায় পুঁজা হচ্ছে ৩২৫ মন্ডপে।

শুক্রবার রাতে সরেজমিন জানা যায়, পূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলায় (গাজীপুর সিটি কর্পোরেশনসহ) ৯৫টি, কালিয়াকৈর উপজেলায় ৯৩টি, কালীগঞ্জ উপজেলায় ৩৭টি, কাপাসিয়া উপজেলায় ৫৪টি এবং শ্রীপুর উপজেলায় ৪৬টি মন্ডপ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পূজা  উদযাপন পরিষদের গাজীপুর শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র মন্ডল জানান, ২৯ সেপ্টেম্বর দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ৬ষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গোৎসব। ৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে গাজীপুরে শেষ হবে এবারের শারদীয় দূর্গোৎসব।

তিনি আরো জানান, জেলার পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে গত ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসন এবং ২০ সেপ্টেম্বর পুলিশ প্রশাসন আলাদাভাবে সভা করেছে। এবার প্রতি মন্ডপে সরকারি সাহায্য হিসেবে ৫শ’কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন সমাপ্ত করতে করতে পারবেন এমন আশা প্রকাশ করে তিনি।

গাজীপুর মহানগরের মধ্যপাড়া দূর্গামন্দিরের সভাপতি খোকন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক খিতিশ চন্দ্র দাস জানান, পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল।

পার্শবর্তি অপর এক মন্দিরের সভাপতি নিরঞ্জন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দেবলাল দাস এবং সাংগঠনিক সম্পাদক মানিক সরকার মধাব জানান, শনিবার রাত ১০টায় প্রতীমা বিসর্জন দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *