রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সরকারি নির্দেশ অনুযায়ী সারা দেশে ১০টাকা কেজি চাউল বিরতণ কর্মসূচির ধারাবাহিকায় গাজীপুরের শ্রীপুর উজেলায় বিভিন্ন ইউনিয়নে চাউল বিতরণ শুরু হয় গত ৭ সেপ্টেসম্বর থেকে। এর মধ্যে চাউলের ডিলারদের চাউল বিতরণে অনিয়ম দেখা দিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বরমী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের চাউলের ডিলার মো.ছাইদুজ্জামান আশিক বেপারী চাউল বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দিচ্ছেন। শনিবার সকালে আশিকের চাউলের গোডাউনের সামনে শত শত হতদরিদ্ররা বির জমায় ১০টা কেজি চাউল ক্রয় করার জন্য। কিন্তু চাউলের ডিলার গোডাউন বন্ধ করে চলে যায়। এসময় উপস্থিত দরিদ্র ওয়ার্ড বাসীন্দারা ঢাকা-ময়মনসিংহ রেল পথে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাউল না পেয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ কালে ওয়ার্ডের লাকচতল গ্রামের মৃত হযরত আলীর ছেলে রতন মিয়া জানান, আজ কয়েকদিন যাবত চাউল কেনার জন্য আসি কিন্তু গোডাউন বন্ধ থাকায় চাউল কিনতে পারছি না। তিনি আরো বলেন, কিছু কিছু লোকজনকে চাউল দিয়ে এখন চাউলের ডিলার আশিক বলে চাউল নেই, অনেক আগেই চাউল শেষ হয়ে গেছে। আরো জানা যায়, ত্রিশ কেজি করে চাউলের টাকা নিয়ে দিচ্ছে ২২ থেকে ২৪ কেজি।
এ বিষয়ে জানতে চাইলে চাউলের ডিলার মো.ছাইদুজ্জামান আশিক বেপারী জানান, আমাকে যে পরিবামণ চাউল দেওয়া হয়েছে তার থেকে বেশি কার্ড প্রধান করা হয়েছে। এ জন্য আমি সাবইকে চাউল দিতে পারছি না। আর ওজন কম দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো.ওমর ফারুক বলেন, একটি কার্ডও কোন ডিলারকে বেশি দেওয়ার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আওয়াল জানান, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হতদরিদ্রদের চাউল যেন কেও আত্মসাৎ না করতে পারে এ ব্যাপারে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।