খালেদা জিয়া সপরিবারে মদিনায় পৌঁছেছেন

Slider রাজনীতি

31945_khaleda-1

 

পবিত্র হজ পালন শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা  মোবারক জিয়ারতের উদ্দেশে জেদ্দা থেকে মদিনা গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব জানান,  শনিবার সৌদি আরব সময় রাত ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়া এবং তার সফরসঙ্গীরা মদিনা পৌঁছান। এর আগে জেদ্দা  থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা দেন তাঁরা। মদিনা বিএনপিসহ বিভিন্ন প্রদেশ থেকে আসা বিএনপির অসংখ্য  নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুল দিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মদিনা এয়ারপোর্ট থেকে খালেদা জিয়া মসজিদে নববীর পাশের হিলটন হোটেলে পৌঁছান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে মদিনায় গেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব ও আবদুর রহমান।  সৌদি আরবের বাদশার রাজকীয় অতিথি হিসেবে ৮ই সেপ্টেম্বর খালেদা জিয়া ও তারেক রহমান হজ পালন করতে যান। আগামী ২২শে সেপ্টেম্বর  বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার কথা রয়েছে। এছাড়া একইদিন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা লন্ডন ফিরে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *