জাতীয় নদী কনভেনশনের প্রস্তুতি সভা ও তুরাগ নদ পরিদর্শন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

14322526_1237617232935679_7381290264308458326_n
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আগামী ২৫ ও ২৬ নভেম্বর জাতীয় নদী কনভেনশন অনুষ্ঠিত হবে সোপপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলানায়তনে-এর পস্তুতি সভা আজ ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান এলাকায় তুরাগ নদের পারে অনুষ্ঠিত হয়েছে।

কনভেণশনের আহবায়ক অধ্যাপক মো: রফিকুল ইসলাম আলম সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো: আনোয়ার সাদত , সহ-সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস ,সাধারণ সম্পাদক এড. মো: আনোয়ার হোসেন , যুগ্ম সম্পাদক(দপ্তর) ডা. বোরহান উদ্দিন অরণ্য , যুগ্ম সম্পাদক ও ঢাকা বিভাগীয় সম্বয়কারী মনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম মোল্যা, অর্থ সম্পাদক মো তাজুল ইসলাম, জীববৈচিত্র বিষয়ক সম্পাদক বীরমক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মনির মুননা, সহ সাংস্কৃতিক সম্পাদক শামীম মোহাম্মদ, গাজীপুর জেলার সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মো: আনোয়ার হোসেন প্রমুখ

প্রস্তুতি সভা শেষ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ তুরাগ নদ পরিদর্শণে বের হন এবং নদীর দখল ও দূষণ স্বচক্ষে পরিদর্শণ করেন।

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *