ঢাকা: শ্রীলঙ্কায় বাংলাদেশী নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় হিরু নিউজ নামে একটি পোর্টাল জানায়, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ব্যাপারে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে শ্রীলঙ্কায় আইএস সদস্যদের প্রবেশ আটকাতে। দেশটির অভিবাসন বিভাগের কন্ট্রোলার অব ভিসা অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট মাদুমা বান্দারা উইরাসেকেরা বলেন, আরেকটি উদ্দেশ্য হলো মাদক চোরাকারবারীদে প্রবেশ বন্ধ করা। তিনি আরও বলেন, সিরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ক্যামেরন ও মিশরের নাগরিকদের বায়োডাটা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হবে। এরপরই তাদের পর্যটক ভিসা দেয়া হবে।