কাঠালিয়ায় অধ্যাপক কবির হোসেন স্মরনে শোক সভা অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

14302639_303272973362475_2091717331_n

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, ঝালকাঠি থেকে: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সড়ক দুর্ঘটনায় নিহত মো. কবির হোসেন এর স্মরণে অত্র কলেজের মিলনায়তনে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, বামনা ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক ও ইত্তেফাক সংবাদদাতা মো. হাবিবুর রহমান। অধ্যক্ষ মো: আবুল বশার বাদশাহর সভাপতিত্বে উক্ত শোক সভায় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. জিয়া ইসলাম মীরবর, মো. রফিকুল ইসলাম জাফর, মো. আফজাল গোলদার, মো. রাসেল গোলদার, কলেজের অধ্যাপক মো. মালেকুজ্জামান, অধ্যাপক সমীর কুমার সাহা, অধ্যাপক মো. নাসির উদ্দিন, অধ্যাপক মো. রুহুল আমীন ছিদ্দিকী, অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. মনিরুজ্জামান শাহীন, একাদশ শ্রেনীর শিক্ষার্থী মোসা. লাখি আকতার, মো. আসলাম ও মরহুমের পরিবারের পক্ষে মো. মামুন খান। এসময় মরহুমের স্ত্রী, দু’কন্যা ও এক পুত্রের মধ্যে একমাত্র পুত্র মো. জিহান হাওলাদার উপস্থিত ছিলেন। বক্তারা বলেন কবির হোসেনের মৃত্যুতে একজন প্রতিভাবান শিক্ষককে হারাতে হল। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের এ আঘাত অত্যন্ত বেদনাময়। তার মৃত্যুতে পরিবারের যে অপূরনীয় ক্ষতি হয়ে গেল তা কখনো মোচন হবার নয়। এ শোক সইবার মত তৌফিক যেন আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে দান করে। সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *